মার্কিন দূতাবাসে বঙ্গবন্ধুর ৩ দুর্লভ ছবি

যুক্তরাষ্ট্রে সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বিভিন্ন সময় বিশ্বের নানা দেশ সফর করেছেন। সে সময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রীয় আলোকচিত্রীর তোলা অনেক ছবি রয়ে যায় অপ্রকাশিত।

এবার সেরকমই কিছু ছবি প্রকাশ করল বাংলাদেশের মার্কিন দূতাবাস। ১৯৫৮ সালে টাফট ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র ফরেন লিডার্স এক্সচেঞ্জ কার্যক্রমে অংশ নিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি।

মার্কিন

 

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুকন্যার জন্মদিন’—পটিয়ায় গণর‌্যালিতে ৫০ হাজার মানুষের ভালোবাসা

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে বঙ্গবন্ধুর ছবিগুলো প্রকাশ করে। সেখানে বঙ্গবন্ধুর তিনটি ছবি প্রকাশ করা হয়। এর আগে বঙ্গবন্ধুর ছবিগুলো মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এবিএম সারোয়ার সরকার জীবন।

মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবিগুলো প্রকাশ করে লেখা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারোয়ার সরকার জীবন রাষ্ট্রদূত মিলারকে ১৯৫৮ সালে টাফট ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র ফরেন লিডার্স এক্সচেঞ্জ কার্যক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ছবি উপহার দেন।

ছবিগুলোতে বঙ্গবন্ধুকে দেখা যাচ্ছে টাফট ইউনিভার্সিটির স্কুল অব ল এন্ড ডিপ্লোম্যাসি ডিপার্টমেন্টের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে হাস্যোজ্জল ভঙ্গিতে কথা বলছেন। অপর ছবিতে টাফট ইউনিভার্সিটির স্কুল অব ল এন্ড ডিপ্লোম্যাসি ডিপার্টমেন্টের লাইব্রেরিতে বই পড়তে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুকে। ছবিগুলো ফ্রেমবন্দি করা হয় ১৯৫৮ সালের ২৫ এপ্রিল।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!