মাদ্রাসার পাশে চোরাই বাণিজ্য, যুবকের কাছে হাজার হাজার লিটার ডিজেল—অকটেন

বোয়ালখালীতে বিপুল পরিমাণ চোরাই অকটেন, ডিজেল, মবিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বোয়ালখালী থানার চাঁন্দেরপাড়া হযরত শাহ পেতন আউলিয়া (র.) ফোরকানিয়া মাদ্রাসার পাশের একটি গোডাউন থেকে তাকে আটক করা হয়।

পরে একটি গোডাউন থেকে ৪ হাজার ২০০ লিটার ডিজেল, ১২ হাজার ৪০০ লিটার অকটেন ও ১২০ লিটার মবিল উদ্ধার করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ((মিডিয়া) মো.নূরুল আবছার। আটক মো. জানে আলম ওরফে বাচ্চু (৩৩) বোয়ালখালী থানার বগাছড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে চোরাই পণ্য মামলার আসামির রমরমা ব্যবসা, হাতিয়ার—নগর পুলিশের সঙ্গে চুুক্তি

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, বোয়ালখালী থানার চাঁন্দেরপাড়া হযরত শাহ পেতন আউলিয়া (র.) ফোরকানিয়া মাদ্রাসার পাশের একটি গোডাউনে অবৈধভাবে চোরাই ডিজেল, অকটেন ও মবিল মজুদ করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে একটি গোডাউনে তল্লাশি করে ৮৪টি ড্রাম থেকে ৪ হাজার ২০০ লিটার ডিজেল, ১২ হাজার ৪০০ লিটার অকটেন ও ১২০ লিটার মবিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা ডিজেল, অকটেন ও মবিল কম দামে ক্রয়ের পর মজুদ করে বেশি দামে বিক্রি করতেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!