মাটির নিচে রাখা মেয়াদোত্তীর্ণ পোলট্রি ফিড তুলে বেচতে গিয়ে ধরা খেল ৫ যুবক

চট্টগ্রাম কাস্টমসের মেয়াদোত্তীর্ণ পোলট্রি ও ফিস ফিড মাটির নিচ থেকে তুলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ট্রাকভর্তি ৬০ বস্তা মালামাল এবং নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) নগরের আন্দবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নজরুল ইসলাম লিটন (২৬), সুজন কান্তি দে (৩৫), গিয়াস উদ্দিন (৩৪), মো. ইউসুফ (৩৫) ও আশরাফুল ইসলাম রনি (৩০)।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন’ সিলগালা, হোটেল জামানকে জরিমানা

মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।

তিনি বলেন, আউটার রিং রোড সংলগ্ন এলাকায় প্রায় ৬ মাসে আগে চট্টগ্রাম কাস্টমসের মেয়াদোত্তীর্ণ ও নষ্ট পোলট্রি ও ফিস ফিড মাটিচাপা দেওয়া হয়েছিল। এসব নষ্ট পণ্য মাটির নিচ থেকে তুলে পাচার করার সংবাদে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাকভর্তি ৬০ বস্তা মালামালসহ পাচারকাজে জড়িত ৫ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!