ভুল ছিল চালকের—লাশ হলেন মধ্যবয়সী

মিরসরাইয়ে অটোরিকশা দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৫৫) নামে এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ৩টায় মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথায় (রাজাপুর) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মিঠাছড়া বাজারে গরু বেচে জয়নাল আবেদীন ও আবুল খায়ের রাজাপুর সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বামুনসুন্দর বাজারমুখী একটি অটোরিকশা তাদের গায়ের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই বামনসুন্দর গ্রামের জুয়া কাজী ভূঁইয়া বাড়ির মৃত রুহুল আমিন লাতুর ছেলে মো. জয়নাল আবেদীন প্রাণ হারান। গুরুতর আহত হন বামনসুন্দর গ্রামের কারি সাহেব বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে আবুল খায়ের (৬০) ও অটোরিকশা চালক শামসুদ্দিন (২৮)।

আরও পড়ুন: কখনো সাংবাদিক, কখনো তান্ত্রিক—কখনো মানবাধিকার কর্মী সেই ইব্রাহিম ধরা

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, অটোরিকশার চাকার ক্রটির কারণে দুর্ঘটনার কথা শুনেছি। আবুল খায়েরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাই থানার উপপরিদর্শক রাজিব তালুকদার জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল নিয়ে এসেছি। অটোরিকশাটি আটক করে বামুনসুন্দর দারোগারহাট লাইনম্যানের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/আজিজ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!