বিদেশ থেকে প্রতিদিন আসছে ৭৫৪ কোটি টাকা

দেশে ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয়। চলতি ফেব্রুয়ারি মাসের ২৪ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৮ হাজার ১৫০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ৭৫৪ কোটি টাকা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ লাখ মার্কিন ডলার এসেছে।

গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ২১০ কোটি মার্কিন ডলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!