কয়েকটি কারণে বাড়ছে কিডনি রোগী, সচেতনতা জরুরি

চট্টগ্রামে কিডনি রোগীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সেমিনার। এতে অর্ধশতাধিক কিডনি রোগী ও অভিভাবক অংশ নেন।

রোববার (৯ অক্টোবর) দুপুরে নগরের জিইসি মোড় এলাকার একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. হারুনুর রশিদ চৌধুরী।

আরও পড়ুন: চিকিৎসার জন্য চেক পেলেন কর্ণফুলীর ৮ জটিল রোগী

তিনি বলেন, দেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। অচসচেতনতামূলক জীবনযাপন, খাদ্যাভ্যাস, নিয়মিত পরিশ্রম ও ব্যায়াম না করা, পর্যাপ্ত পানি পান না করা, ধূমপান এর অন্যতম কারণ। অনেক সময় পরিবারের কারও কাছ থেকে এই রোগ সংক্রমিত হতে পারে।

এছাড়া কিডনি রোগীদের কারণ প্রতিরোধ এবং সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং এপিক হেলথ কেয়ার চট্টগ্রামের কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডা. মো. হারুনুর রশিদ চৌধুরী।

সেমিনারে রোগীদের প্রশ্নপত্রের মাধ্যমে কিডনি রোগ নিয়ে কুসংস্কার ও বিভিন্ন ভুলভ্রান্তি অবসানে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!