চিকিৎসার জন্য চেক পেলেন কর্ণফুলীর ৮ জটিল রোগী

কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আট রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রামেই নিশ্চিত হবে ভারতের চিকিৎসা, ফ্রিতে সেবা দিবে ‘স্পর্শ’

চেক পাওয়া রোগীরা হলেন- চরলক্ষ্যা ইউনিয়নের বানুর বাপের বাড়ির হাবিবা বেগম, বড়উঠান উজিরপুর গ্রামের উম্মে হাফসা, শিকলবাহার রাজু আহমদ, চরলক্ষ্যা হাজিবাড়ির জাহানারা বেগম, চরপাথরঘাটার জাহানারা আক্তার, চরলক্ষ্যা ডিয়ারবাড়ির মো. তামজিদ আলম, বড়উঠান দক্ষিণ শাহমীরপুরের সালেহা বেগম এবং শিকলবাহার জরিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা সোহানুর মোস্তফা শাহরিয়ার।

সমাজসেবা কর্মকর্তা সোহানুর মোস্তফা শাহরিয়ার বলেন, ২০২১-২২ অর্থ বছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ রোগীকে মোট চার লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!