বাইরে ‘তালা’, ভেতরে ‘আড্ডা’—গুণতে হলো জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার আমিন শপিং কমপ্লেক্সের সিএফসি রেস্টুরেন্টে অভিনব কায়দায় চলছে ব্যবসা।

বাইরে তালা লাগিয়ে ভিতরে তরুণ-তরুণীদের খাওয়া ও আড্ডা সুযোগ করে দেয় রেস্টুরেন্টটি।

শনিবার (৩ জুলাই) দুপুরে ওই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে করা হয় ১ হাজার টাকা জরিমানা।

এছাড়া বিধিনিষেধ অমান্য করে চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা সদর, মালঘর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২২ মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী বলেন, ‘দোকানিরা বাইরে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করছিল। এ অবস্থায় একটি রেস্টুরেন্টেকে ১ হাজার টাকাসহ বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়েছে।’ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরবি/ইমরান

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!