বাঁশখালীর বাজারে রঙ মেশানো মাছ!

বাঁশখালীতে ১৫০ কেজি রঙ মেশানো মাছ ধ্বংস করা হয়েছে। এছাড়া দোকানে মূল্য তালিকা না রাখা, বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ছয় মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে শীলকূপ ইউনিয়নের টাইম বাজার ও পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।

আরও পড়ুন : আনোয়ারায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ, ৩ জনের দণ্ড

এ বিষয়ে বাঁশখালী ইউএনও জেসমিন আক্তার বলেন, মাছ বাজার থেকে রঙ মেশানো ১৫০ কেজি মাছ জব্দের পর ধ্বংস করা হয়েছে। এছাড়া দোকানে মূল্য তালিকা না রাখা এবং বেশি মূল্যে পণ্য বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানার পাশপাশি সতর্ক করা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!