বাঁশখালীতে ফায়ার সার্ভিস পৌঁছার আগে পুড়ে ছাই পাহাড়ের ৩ ঘর

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩ বসতঘর। আগুনে ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া গুচ্ছ গ্রামের পাশে পাহাড়ের উপর গড়ে উঠা বসতঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার পর গ্রামবাসীরা সনাতন পদ্ধতিতে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: বাঁশখালীর ১১ খুনের ৩৪ সাক্ষীর বিরুদ্ধে সমন, ব্যবস্থা নেওয়ার নির্দেশ এসপিকে

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদ আহমদ জানান, আগুনে মৃত চৌকিদার মো. আমিনের ছেলে মো. আলী, মো. মোস্তাকিম ও মো. ইকবাল হাসানের তিন বাড়ি পুড়ে গেছে। আগুনে তিন পরিবারের ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন বলেন, আগুনে তিন পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছি। উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনের ঘটনাস্থল বাঁশখালী উপজেলা সদর থেকে অনেক দূরে। আমরা পৌঁছার আগেই প্রায় সবকিছু পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!