বাঁশখালীতে পুকুরে রক্তাক্ত নারী, চোর চিনে ফেলায় খুন?

বাঁশখালীতে পুকুর থেকে রাফিয়া বেগম (৪৩) নামে এক প্রতিবন্ধী নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ছনুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মনুমিয়াজী বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

রাফিয়া শারীরিক প্রতিবন্ধী। তিনি হাঁসপাড়ার আবুল হাশেমের স্ত্রী। তিনি মনুমিয়াজী বাড়ির মৃত আরিফুল কাদেরের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকা ছিলেন।

এদিকে পুলিশ মৃত আরিফুল কাদেরের পরিবার ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

আরও পড়ুন : আনোয়ারায় রাস্তায় পড়ে ছিল রক্তাক্ত নারী

স্থানীয়রা জানান, আরিফুল কাদেরের বাড়িতে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে। ফের চোরের দল চুরি করতে গেলে রাফিয়া তাদের চিনে ফেলায় খুন করে পুকুরে ফেলে দিয়েছে।

আবার কারো ধারনা, রাফিয়া বেগমের এক পা’তে সমস্যার কারণে তিনি কষ্ট করে হাঁটেন। পুকুরে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে গাছের গোড়ালিতে জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত নারীর লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!