বঙ্গবন্ধুর জন্মদিনে হাজী আলিম উদ্দিন স্কুল ও কলেজে নানা আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে হাজী আলিম উদ্দিন স্কুল ও কলেজে।

রোববার (১৭ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনজুড়ে অন্যান্য আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মদিন আজ, রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জি. ইসলাম। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ ওতঃপ্রোতভাবে জড়িত। আজকের শিশু আগামীর বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিশুদেরকেও স্মার্ট করে গড়ে তুলতে হবে।

প্রধান শিক্ষক অনামিকা পাল বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার। তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!