ফুটপাত দখল করে ১০ লোকের কাঁধে উঠল চসিকের অর্থদণ্ড

ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় ১০ ব্যক্তিকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আদায় করা হয় অর্ধলাখ টাকা জরিমানা

নগরের চান্দগাঁও ও কাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ৭ ব্যক্তির কাঁধে চসিকের অর্থদণ্ড

একইদিন নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় তিন ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!