৭ ব্যক্তির কাঁধে চসিকের অর্থদণ্ড

নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসার অপরাধে ৭ জনকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৫ জন দোকান মালিক এবং দুই জন নির্মাণাধীন ভবনের মালিক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাঁদের ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: সাধুতেই ‘অসাধু’—নোংরাতে ব্যবসা চলছে লালদীঘির সাধু মিষ্টি ভাণ্ডারে

নগরের রেয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথায় অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বিক্রির অপরাধে জব্বার সুইটস ও মক্কা সুইটসকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে তিন দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একইদিন চট্টেশ্বরী রোডে অভিযান চালান স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখায় দুই নির্মাণাধীন ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!