ফায়দা লুটতে চেয়েছিল প্রতারক চক্র, অপহরণ হয়নি সেই কলেজছাত্র

রাউজানে নিখোঁজ কলেজছাত্র ফাহিম উদ্দিনের (১৮) সন্ধান মিলেছে।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরে রিয়াজউদ্দিন বাজারের প্যারামাউন্ট দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

ফাহিম উদ্দিন উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর জিন্নাত আলী দর্জি বাড়ির বাসিন্দা কৃষক আবদুল মন্নানের ছেলে। তিনি এয়াসিন শাহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : চট্টগ্রামে কলেজছাত্র অপহরণ, চেয়ারম্যানের ফোনের পর বেড়ে গেল টাকার অঙ্ক!

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে ঘর থেকে পালিয়ে যায় ফাহিম। পরে খোঁজ না পেয়ে ছবিসহ নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হলে প্রতারক চক্র ফাহিমকে অপহরণ করার কথা বলে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এরপর ফাহিমের বাবা আবদুল মন্নান বাদী হয়ে রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ ফাহিম উদ্দিন বলেন, আমি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম নগরে চাকরি করেছি। আমাকে কেউ অপহরণ করেনি।

যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, নিখোঁজ ফাহিম উদ্দিনকে উদ্ধারের পর তার বাবার কাছে সোপর্দ করা হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!