পুলিশের চোখে ধুলো দিয়ে প্রিজন ভ্যান থেকে মুহূর্তেই উধাও আসামি

পুলিশের প্রিজন ভ্যান থেকে মজিয়া (২৮) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে উখিয়া থানা থেকে কক্সবাজারে আদালতে নেওয়ায় পথে রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরসরাইয়ে আসামির প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে রক্তাক্ত ৪ পুলিশ

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, পলাতক আসামি রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এছাড়া প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে উখিয়া থানার পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আজ (শনিবার) বিকেলে পুলিশ ভ্যানে ১২ জন আসামিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়। রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে সহায়তা চায়। এসময় তালা খুলে পুলিশের এক কর্মকর্তা পলিথিন দিতে গেলে সেই সুযোগে ওই আসামি ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!