মিরসরাইয়ে আসামির প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে রক্তাক্ত ৪ পুলিশ

মিরসরাইয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী আসামি বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের একজন এসআই ও ৩ জন কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার (২ আগস্ট) উপজেলার বড়তাকিয়া এলাকায় দুপুর ১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন: ট্রাককে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গেল বাস, ২৪ যাত্রী রক্তাক্ত

আহতরা হলেন-জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে, কন্সেটেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও ড্রাইভার জহির। তবে গুরুতর আহত হয়েছেন কন্সটেবল আরিফ হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে আসামি নিয়ে একটি প্রিজনভ্যান কক্সবাজার যাওয়ার পথে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় আসামি বহনকারী প্রিজনভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় পুলিশের একজন এসআই ও ৩ জন কনস্টেবল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!