যে কারণে বাড়ল প্রবাসী আয়

দেশে বেড়েছে প্রবাসী আয়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। টাকার হিসাবে যা ১২ হাজার ৫৯২ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ দশমিক ৫০ পয়সা হিসাবে)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসের ১৬ দিনে দেশে গড়ে প্রতিদিন এসেছে ৭ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭৫০ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে গড়ে দিনে আসে ৫ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার।

গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। গত বছরের ডিসেম্বরেও এমন ছিল।

এদিকে গত ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। এ অবস্থায় সরকার প্রণোদনা বাড়ায়। একইসঙ্গে নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে বাড়তে থাকে প্রবাসী আয়।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে কেনা যাচ্ছে। এ কারণে প্রবাসী আয় বাড়ছে। ২০২৩ সাল এবং এর আগের বছরে যে হারে মানুষ কাজ নিয়ে বিদেশে গেছেন, হুন্ডির মাধ্যমে টাকা আসা ও অর্থ পাচার হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে সে অনুপাতে রেমিট্যান্স বাড়েনি।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে। কমেছে পাচার। প্রবাসী আয়ে এর প্রভাব পড়ছে। আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাপ্রকাশ করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!