অপপ্রচার প্রতিহত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ড. সিদ্দিকুর

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহির্বিশ্বের মিথ্যা অপপ্রচার থেকে বাংলাদেশকে রক্ষা করতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেটর, বুদ্ধিজীবী, মিডিয়া দিয়ে মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে আমাদের সরকার ও জনগণকে যেভাবে নিগ্রহ করা হয় সেটা প্রতিহত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এজন্য এখানকার মেইনস্ট্রিম কংগ্রেসম্যান, মেয়র ও সিনেটরদের সাথে ভালো যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ গত ২৪ ফেব্রুয়ারি রাতে এ আয়োজন করে।

আরও পড়ুন : মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন শহীদ আসাদ : প্রধানমন্ত্রী

এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগ সভাপতি নাঈম খান দাদন। সাধারণ সম্পাদক এম কে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১ নম্বর সদস্য শাহানারা রহমান, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সভাপতি মো. এমরান ও সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আতিকুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা লতিফুর রহমান।

প্রবাসী মেয়রদের প্রতি অনুরোধ জানিয়ে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আতিকুর রহমান বলেন, আমরা যদি নিজের ঘরে বাংলা ভাষা চালু করতে না পারি তাহলে শহীদ দিবস পালন করে কোনো লাভ হবে না। তাই বাসায় আমাদের ছেলেমেয়েদের সাথে বাংলা ভাষায় কথা বলার চর্চা করতে হবে।

অনুষ্ঠানস্থলে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহীন মাহমুদ, ফ্লোরিডা যুবলীগ সভাপতি মো. খোরশেদ, নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান, হিন্দু বেঙ্গল সোসাইটির সাধারণ সম্পাদক লিটন মজুমদার ও শ্রীবাস দাশ, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার অর্থ সম্পাদক শফিউল আজম বাবু, বঙ্গবন্ধু বাংলাদেশের সাধারণ সম্পাদক মিল্টন মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার রফিকুল ইসলাম ও একতারা ফ্লোরিডার সাধারণ সম্পাদক দিপু জামান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!