প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করার আহ্বান এমএ সালামের

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সভার আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ।

রোববার (২০ নভেম্বর) নগরের দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় সভায় এতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘোষণা—পতিত জমিতে শাকসবজি চাষ করেছে চা বোর্ড

বক্তব্য রাখেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহেদা সুলতানা, রওশনআরা বেগম, সম্পাদকমণ্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস ডলি, রোকেয়া বেগম, জাহানারা নাজনীন, অ্যাড. বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন, রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার, কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের, অ্যাড. রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, দেলোয়ারা বেগম, অ্যাড. লক্ষ্মী রাণী চক্রবর্তী, লিপি দেয়ানজী, পারভীন আকতার, সুলতানা, নার্গীস আকতার, মীরাবাঈ দেবী, ইয়াসমিন আকতার জুগ্নু, জেবুন্নাহার মুক্তা, ইসমত আরা ফেন্সী ও শাহিনুর আকতার বিউটি।

সভায় এম এ সালাম বলেন, বাংলাদেশবিরোধী গণতন্ত্রের শত্রু অগ্নিসন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়।

তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চসংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪০০ জন কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!