প্রধানমন্ত্রীর ঘোষণা—পতিত জমিতে শাকসবজি চাষ করেছে চা বোর্ড

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আবাসিক এলাকার পতিত জমিতে শাকসবজির চাষাবাদ শুরু করেছে বাংলাদেশ চা বোর্ড।

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের নির্দেশে বোর্ডের সচিব মো. রুহুল আমিন এ কাজ শুরু করেন। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচসহ বিভিন্ন শাকসবজির বীজ বপন করা হয়।

চা বোর্ডের সচিব মো. রুহুল আমিন বলেন, আমরা পতিত জমিতে শাকসবজি চাষ করছি। এতে টাটকা শাকসবজি খাওয়াসহ দেশের কৃষি ক্ষেত্রের আরো উন্নতি হবে। সবাইকে এ কাজে এগিয়ে আসা উচিত। চেয়ারম্যান স্যারের নির্দেশে আমাদের প্রধান কার্যালয়ের পাশাপাশি চা বোর্ডের অধীন চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, পঞ্চগড় অফিস ও বান্দরবান অফিসে নির্দেশনা পাঠানো হয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!