প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক আলোকিত চট্টগ্রাম পত্রিকায় গত ২৩ ডিসেম্বর ‘পুলিশের প্রশ্রয়ে পংকজ-জুয়েলের মাদক বাণিজ্য, পুলিশ আসে বাঘের গর্জনে, ফিরে যায় জামাই আদরে’—শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর।

সংবাদে উল্লেখ করা হয়েছে পংকজ-জুয়েলের নাম। পংকজ চন্দ টানা তিনবার জনগণের বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য।

গত বছর তিনি ৯ নম্বর আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকায় একজন নম্র, ভদ্র ও সমাজসেবক হিসেবে পরিচিত।

এ পর্যন্ত তাঁর নামে কোনো মামলা কিংবা অভিযোগ থানায় ও আদালতে নেই।

এছাড়া তিনি পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

জুয়েল ঘোষও বিপুল ভোটে নির্বাচিত একজন ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগ সভাপতি এবং পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার কার্যনির্বাহী সদস্য।

শুভ একজন ইউপি গ্রাম পুলিশ। তিনি সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন।

শৌভন ভট্টাচার্য্য কানুনগোপাড়ার একজন সুনামধন্য ব্যবসায়ী। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার কার্যনির্বাহী সদস্য।

উল্লেখিত প্রকাশিত সংবাদের সয্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

আগামীতে প্রতিবেদকের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ কামনা করা হয় বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!