পুলিশের ‘মিসফায়ারে’ ৩ পুলিশ গুলিবিদ্ধ, নারী কনস্টেবল আশঙ্কাজনক

রাঙামাটিতে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) তিন পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নগরের পাহাড়তলী থানার কনস্টেবল মিনু আরা বেগম, বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া ও সুমন কান্তি দে।

আরও পড়ুন: দিনদুপুরে হামলায় রক্তাক্ত ৩, থানায় গিয়েও পাশে পেল না পুলিশকে

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালীন সময় নার্গিস নামে এক নারী পুলিশ কনস্টেবল মেশিনগানের গুলি ছোড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অসাবধানতাবশত তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। গুলিতে নারী কনস্টেবল মিনু আরা বেগমের হাতের হাড় গুরুতর জখম হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে মিনু আরা বেগমের অবস্থা গুরুতর।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গুলিবিদ্ধ তিন কনস্টেবলকে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নারী কনস্টেবল মিনু আরা বেগমের অবস্থা গুরুতর। তার হাতের হাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ঢাকা নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!