দিনদুপুরে হামলায় রক্তাক্ত ৩, থানায় গিয়েও পাশে পেল না পুলিশকে

নগরে দিনদুপুরে সৎ ভাইয়ের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হারুনুর রশিদ (৫২), শামিমা আক্তার (৪৭) ও চমিরান খানম (৩২)।

এদিকে ভুক্তভোগী পরিবার থানায় গিয়ে পুলিশি সেবার পরির্বতে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: মোটরসাইকেলের বহর নিয়ে সাংবাদিকের ঘরে হামলা, হাতেনাতে আটক ৩ জন জেলে

এ বিষয়ে আহত হারুনুর রশিদের ছোট ভাই এজাজ আল ফারুক আলোকিত চট্টগ্রামকে বলেন, হামলকারী ইকবাল আল ফারুক কর্ণফুলী এলাকার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে। সম্পর্কে আমার সৎ ভাই হওয়ায় জমি ও পারিবারিক নানা বিষয় নিয়ে আদালতে মামলা চলছে।

তিনি আরও বলেন, মামলা তুলে না নেওয়ার কারণে অস্ত্রসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালিয়েছে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ৩ জনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় থানায় গেলে অভিযোগ না নিয়ে উল্টো পুলিশের মনগড়া অভিযোগপত্রে আমাকে স্বাক্ষর করতে বলে। পরে আমি অভিযোগ না করেই থানা থেকে ফিরে আসি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা কেন তাকে চাপ প্রয়োগ করব? ভুক্তভোগী অভিযোগ দিলে আমরা তদন্ত করে দেখব। পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ করা হয়েছে।

আরএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!