পাটের বস্তায় ৫০০ লিটার মদ নিয়ে এসেছিল যুবক

নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় জিকে কার ওয়াসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক মো. রবিউল হোসেন হৃদয় (২৬) রাউজান থানার ডালারমুখ রহমতপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, সকালে কালুরঘাটের দিক থেকে এক যুবক ট্রাক চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও মৌলভী পুকুরপাড় জিকে কার ওয়াসের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পাটের বস্তা থেকে ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসিম বলেন, মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে রাঙামাটি থেকে চোলাই মদ সংগ্রহ করতো। পরে মদগুলো শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!