‘পাচার’—৪৭০ ভরি স্বর্ণ ছিল বুড়োর কাছে, ধরল বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকা থেকে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ এক বুড়ো রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার (৯ আগস্ট) সকালে ৩৪ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই রোহিঙ্গা বুড়োকে আটক করে।

আটক রোহিঙ্গার নাম মো. জয়নুল আবেদীন (৬৫)। তিনি তুমব্রু শূণ্যরেখা কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক স্বর্ণের সঠিক পরিমাপের জন্য ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!