লরিতে পাচার হচ্ছিল ফেনসিডিলের চালান, র‌্যাবের জালে চালক-হেলপার

চট্টগ্রামে ফেনসিডিল পাচারের সময় হেলপারসহ এক লরি চালককে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৫ মে) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লরি চালক মো. সাগর আলী (২৬) ও হেলপার মো. হানিফ (২৪)।

আরও পড়ুন: পালাতে গিয়ে ধরা খেল ২ যুবক, পিকআপে ২ বস্তা ফেনসিডিল

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরিকে থামার সংকেত দিলে চালক অমান্য করে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ধাওয়া দিয়ে লরিটি (চট্ট মেট্রো-৮১-৩২০০) জব্দ করা হয়। পরে ড্রাইভিং সিটের পেছন থাকা একটি প্যাকেট থেকে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মো. নুরুল আবছার আরও বলেন, এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়ছে। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কাছে বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!