পালাতে গিয়ে ধরা খেল ২ যুবক, পিকআপে ২ বস্তা ফেনসিডিল

নগরে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।

রোববার (৯ এপ্রিল) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে পতেঙ্গা খেজুরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরের ডবলমুরিং থানার কদমতলি এলাকার মৃত মো. আলীর ছেলে মো. রানা (৩০) ও নোয়াখালী জেলার সুধারাম থানার চরমন্ডলিয়া এলাকার মৃত মুন্সী বদিউল আলমের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩২)।

আরও পড়ুন: ৩ লাখ টাকার ফেনসিডিল নিয়ে কিশোরের সঙ্গে ঘুরছিল যুবক

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সিনিয়র সহকারী পরিচালক (মিড়িয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ দুপুর ৩টার দিকে ফেনসিডিল নিয়ে একটি পিকআপ পতেঙ্গা খেজুরতলার দিকে আসার খবরে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করা হয়। এসময় একটি পিকআপ থেকে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করি। পরে পিকআপে থাকা দুটি বস্তা থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে পাইকারি দামে ফেনসিডিল সংগ্রহ করে খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা বের করার চেষ্টা করছি। আটকদের বিরুদ্ধে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!