‘পাগল’ উঠল ১৩০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে, নামাতে ৪ ঘণ্টার যুদ্ধ

মো. হাসান (৩৫) একজন মানসিক রোগী। এলাকার সবাই তাঁকে নিয়ে আতঙ্কে থাকেন। কারণ তিনি প্রায়সময় উঠে পড়েন উঁচু বিদ্যুতের টাওয়ারে।

রোববার (১ আগস্ট) দুপুর ১টার দিকে ফের এমন কাণ্ড করে বসেন হাসান। এবার উঠে পড়লেন ১৩০ ফুট উঁচু হাইভোল্টেজের বৈদ্যুতিক খুঁটিতে! হাটহাজারী থানার কাপ্তাই রোডের হাজী এনায়েত উল্লাহ বাড়ির বিলের মাঝের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন তিনি। এর আগেও তিনি তিনবার এমন ঘটনা ঘটান।

এদিকে হাসানের এমন কাণ্ডে এলাকায় হৈ চৈ পড়ে যায়। এ সময় উৎসুক জনতা ভিড় জমান সেখানে। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মীদের ৪ ঘণ্টার চেষ্টায় তাঁকে নিচে নামিয়ে আনা হয়। এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র অফিসার মো. কাজল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় হাসানকে ১৩০ ফুট উঁচু হাই ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে নামিয়ে আনা হয়৷ তিনি এর আগেও তিনবার এমন কাণ্ড করেছেন। বর্তমানে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!