রমজানে নতুন নিয়মে চলবে ব্যাংক

আসন্ন পবিত্র রমজান মাসে নতুন নিয়মে চলবে সরকারি-বেসরকারি সব ব্যাংক। রমজানে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ব্যাংকের লেনদেন। চালু থাকবে টানা দুপুর আড়াইটা পর্যন্ত।

এদিকে রমজানে পরিবর্তন হচ্ছে ব্যাংকের অফিসের সময়সূচি। এ মাসে অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর আড়াইটার পর বাকি সময়ে ব্যাংকগুলোর আনুষঙ্গিক কাজ চলবে।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: ব্যাংকের নতুন সময়সূচি, বিদ্যুৎ সাশ্রয়ে নিয়ম বদলাল ৩ মাসের মাথায়

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রোজায় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!