ব্যাংকের নতুন সময়সূচি, বিদ্যুৎ সাশ্রয়ে নিয়ম বদলাল ৩ মাসের মাথায়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দুমাস আগে নেওয়া সময়সূচি পরিবর্তন করল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো.আবদুল মান্নান সাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ১৫ নভেম্বর হতে ব্যাংকে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন কার্যক্রম চলবে। অফিসের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা ‌পর্যন্ত। লেনদেনের সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া সমুদ্র স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা ও বুথ সুমহ সার্বক্ষণিক চালু রাখার ব্যাপারে ৫ আগস্ট ২০১৯ এর সার্কুলেশন জারি থাকবে।

এর আগে সরকার বিদ্যুৎ সাশ্রয়ে ২২ আগস্ট থেকে ব্যাংকের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করেছিল।

সিএম/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!