চট্টগ্রামে বাসার সামনে নালায় মিলল শিশুর নিথর দেহ

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ দেড় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতের নিথর দেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে শিশুটির মরদেহ বাসার সামনের নালা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইয়াছিন আরাফাত একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে এবার নালায় পড়ে নিখোঁজ শিশু, খুঁজছে দমকল কর্মীরা

জানা যায়, রোববার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাসা থেকে খেলতে বের হয় শিশু আরাফাত। খেলতে গিয়ে হঠাৎ বাসার সামনের নালায় পড়ে যায়। পরে অনেক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু হরে। তবে এদিন রাত পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।

যোগাযোগ করা হলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের  মোবিলাইজার কপিল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। আজ (সোমবার) সকালে নালা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে  ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি। এছাড়া নালা এবং  খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজছাত্রী সাদিয়া, শিশু কামাল, অটোরিকশা চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!