চট্টগ্রামে এবার নালায় পড়ে নিখোঁজ শিশু, খুঁজছে দমকল কর্মীরা

নগরে এবার নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্বারে কাজ করছে ফায়ার সার্ভিস।

রোববার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে আগ্রাবাদের রঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াছিন আরাফাত একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

জানা যায়, বিকাল সাড়ে ৪টায় বাসা থেকে খেলতে বের হয় আরাফাত। খেলতে গিয়ে হঠাৎ বাসার সামনের নালায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু হরে। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

আরও পড়ুন : চট্টগ্রামে পরীক্ষা দিতে যাচ্ছিল কলেজছাত্রী, নালায় পড়ে মুহূর্তেই লাশ

স্থানীয়রা জানান, নালায় ময়লার স্তূপ জমে যাওয়ার কারণে শিশু আরাফাতকে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। মনে হচ্ছে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব না।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকাল সাড়ে ৪টায় আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি টিমের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত শিশু আরাফাতের খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস মিলেনি। এছাড়া নালা এবং খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজছাত্রী সাদিয়া, শিশু কামাল, অটোরিকশা চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!