নারী পুলিশকে হেনস্তার অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপির বিরুদ্ধেই

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ উঠেছে।

রোববার (২৩ জুলাই) রাঙামাটি জেলা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক নারী পুলিশ সদস্য।

আরও পড়ুন: ‘অবৈধ’ বিয়ের ফাঁদ পেতে চাঁদাবাজি, হালিশহরের পুলিশ ধরল ২ যুবককে

গত ১৪ জুলাই সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারি দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলা পুলিশের এক নারী কনস্টেবল জেলা সদর কোর্টে সরকারি দায়িত্ব পালনের সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সাইফুল ইসলাম অভি তাকে হেনস্তা করেন। এ ঘটনার পর পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী কনস্টেবল।

জানতে চাইলে ভুক্তভোগী নারী কনস্টেবলের স্বামী বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। আমি মেয়র ও যুবলীগের সাধারণ সম্পাদককে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলাপ করেছি। বিষয়টি এখন মীমাংসার পর্যায়ে রয়েছে ।

যোগাযোগ করা হলে রাঙামাটি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমি অ়ভিযোগের কপি পেয়েছি। তবে আমার অ্যাকশনে যাওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন: ‘ধর্ষণ মামলায়’ ধরা চট্টগ্রাম ওয়াসার নেতা, মুখ খুলতে মানা পুলিশের

যোগাযোগ করা হলে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহমেদ এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, আদালতের বিষয়, সেখানে খোঁজ নিয়ে দেখেন। এর বাইরে কথা বলা আমার ঠিক হবে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!