নানা সেবা নিয়ে সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের পাশে পোর্ট সিটি

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধদের পাশে রয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঘটনার দিন থেকেই সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে সোমবার (৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

আরও পড়ুন: সরিষার তেল বানাতে গিয়ে ধরা খেল আইস ফ্যাক্টরি রোডের কুমুদীনি 

পরিদর্শনকালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এসময় উপাচার্য আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, ঘটনার দিন হতাহতদের হাসপাতালে নিয়ে আসা, রক্ত সংগ্রহ করা এবং রোগীর স্বজনদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রের চিকিৎসক টিম নিয়মিত চিকিৎসকদের সঙ্গে আহতদের সেবা দিয়ে যাচ্ছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!