সরিষার তেল বানাতে গিয়ে ধরা খেল আইস ফ্যাক্টরি রোডের কুমুদীনি 

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকার অপরাধে কুমুদীনি অয়েল মিলস থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে বকেয়া ট্রেড লাইসেন্স ফি, আয়কর ও ভ্যাট ।

সোমবার (৬ জুন) সকালে নগরের আইস ফ্যাক্টরি রোডে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা নেলী।

এছাড়া আন্দরকিল্লা, খলিফাপট্টি, বক্সিরহাট ও টেরিবাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: পচা খানা বেচে ধরা খেল আগ্রাবাদের ফুড ফেয়ার, কাঁধে উঠল ৩ লাখ টাকা

চসিক জানায়, ম্যাজিস্ট্রেট মারুফা নেলী পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদন ও কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় আইস ফ্যাক্টরি রোডের কুমুদীনি অয়েল মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত চসিকের সার্কেল-৩ এর আওতাধীন আন্দরকিল্লা, খলিফাপট্টি, বক্সিরহাট, টেরিবাজার মোড়ের কেবি আমান আলী টাওয়ার ও আর্কেড প্লাজায় অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৪ হাজার ৬২০ টাকা, আয়কর বাবদ ১২ হাজার ও ভ্যাট বাবদ ২ হাজার ১০০ টাকা আদায় করা হয়।

এময় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় ৪ ব্যক্তির কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!