নাদের খানও মামলার জালে, পাহাড়-মাটি কেটে জেলে গেল ম্যানেজার

শিল্পপতি হিসেবেই দেশজুড়ে খ্যাতি রয়েছে তাঁর। অভিজাত ‘চট্টগ্রাম ক্লাব’-এর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট তিনি। পেড্রোরোলো ও হালদা ভ্যালি চা বাগানের মালিকও তিনি। সেই শিল্পপতি ‘নাদের খান’ এবার জড়িয়েছেন মামলার জালে।

শুধু তাই নয়, পাহাড় কাটার অপরাধে ইতোমধ্যেই নাদের খানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জেল হয়েছে তাঁর চা বাগানের এক এস্কেভেটর চালকেরও।

আরও পড়ুন : মসজিদে মাইকের আওয়াজ বন্ধে ‘বিতর্কে’ চিটাগং ক্লাবের নাদের খান, থানায় গেল মহল্লা কমিটি

জানা যায়, অবৈধভাবে মাটি খননের মাধ্যমে সরকারি জমির ক্ষতিসাধন করার অপরাধে রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মামলা হয় ফটিকছড়ির হালদা ভ্যালি চা বাগানের মালিক শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে। ভুজপুর থানায় মামলাটি করেন নারায়ণহাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবু বক্কর।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী আলোকিত চট্টগ্রামকে বলেন, বেআইনি ও অবৈধভাবে মাটি খননের মাধ্যমে সরকারি জমির ক্ষতিসাধন করার অপরাধে শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত চলছে।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে হালদা ভ্যালি চা বাগানের ভেতর পাহাড় কেটে লেক খনন করায় বাগানের সহকারী ব্যবস্থাপক মনির হোসেনকে ১ বছর ও এস্কেভেটর চালক গৌতম দাশকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!