নগরে ত্রিপুরা যুবকের হারানো মুঠোফোন ফিরিয়ে দিলেন ট্রাফিক সার্জেন্ট

নগরে ত্রিপুরা যুবকের হারিয়ে যাওয়া মুঠোফোন ফিরিয়ে দিলেন ট্রাফিক সার্জেন্ট।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরের হালিশহর থানাধীন বড়পোল ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, বান্দরবানের রুমা থানার সালেমপাড়া গ্রামের অন্তর ত্রিপুরার ছেলে ইন্দ্রজিৎ ত্রিপুরা। তিনি মুঠোফোন হারিয়ে ফেললে সেটি কৃড়িয়ে পান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের সার্জেন্ট মো. নবীর হোসেন।

এদিকে মুঠোফোন পেয়েই ডায়েল লিস্টে থাকা বিভিন্ন নম্বরে যোগাযোগ করে এর মালিকের পরিচয় জানার চেষ্টা করেন সার্জেন্ট নবীর হোসেন। পরে তিনি নিশ্চিত হন মুঠোফোনটির মালিক ইন্দ্রজিৎ ত্রিপুরা।

সার্জেন্ট নবীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মোবাইলের প্রকৃত মালিক বান্দরবানের একজন ত্রিপুরা যুবক। পরিচয় নিশ্চিতের পর তার হাতে মুঠোফোনটি তুলে দিয়েছি।

আরএন/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!