চট্টগ্রামে সুযোগ পেলেই ক্রেতাকে বাসি খাবার ধরিয়ে দেয় ফুলকলি

মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের চকবাজার কাঁচাবাজার ও সিরাজদ্দৌল্লা রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

আরও পড়ুন : বারবার দণ্ডের পরও শোধরাচ্ছে না ফুলকলি, এবার ওজনে চুরি

জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় চকবাজার কাঁচাবাজারের ইকবালের সবজির দোকানকে ১ হাজার টাকা, আলমগীরের সবজি দোকানকে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করায় সিরাজউদ্দৌল্লা রোডের ফুলকলি সুইটসকে ৪ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং নির্ধারিত মূল্যের বেশি আলু বিক্রির অপরাধে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড় ও মোহরা এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!