বারবার দণ্ডের পরও শোধরাচ্ছে না ফুলকলি, এবার ওজনে চুরি

বারবার অর্থদণ্ডের পরও শোধরাচ্ছে না ফুলকলি। কখনো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য জরিমানা গুনছে। কখনো মেয়াদে কারসাজির জন্য, আবার কখনো খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহারের জন্য। আর এবার জরিমানা গুনল ওজনে কম দেওয়ার অপরাধে।

শনিবার (২ সেপ্টেম্বর) ওজনে কম দেওয়ার অপরাধে ফুলকলিকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিন দুপুরে কোতোয়ালি মোড়ে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযানে চালানো হয়।

এ বিষয়ে নাসরিন আক্তার বলেন, ওজনে কম দেওয়ায় কোতোয়ালি মোড়ের ফুলকলি সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেঙ্গুর অজুহাতে ডাবের বাড়তি দামের বিষয়টি নগরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করেছে বলেও জানান তিনি।

আরএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!