দুর্গোৎসবে বরুড়ার দরিদ্র—সুবিধাবঞ্চিত শিশুর পাশে সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন

কুমিল্লা জেলার বরুড়া থানায় অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন’।

দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ আযোজন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের উপপ্রচার সম্পাদক আদনান, ইউনিট প্রধান (চাঁদপুর) আবরার রোমান, ইউনিট প্রধান (কুমিল্লা) তানভীর হোসেন, সহ ইউনিট প্রধান রিয়াজ, প্রচার সম্পাদক শাকিল, সহপ্রচার সম্পাদক নাঈম, সদস্য মনির হোসেন, নাদিম, রবিউল ইসলাম, খোরশেদ আলম, বায়েজিদ, সাগর কর্মকার, তারেক, শাহরিয়ার ও রাফি।

গত পাঁচ বছর ধরে সংগনঠটি কুমিল্লাসহ ৪টি জেলা ও ১টি উপজেলার বিভিন্ন অঞ্চলে ৫টি ইউনিট নিয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও হতদরিদ্রের বেঁচে থাকতে, অগ্রসর করতে এবং তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!