তথ্য গোপন করে দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রেশমা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করায় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার ক্যাশ কর্মকর্তা রেশমা আক্তারের (৪৩) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মাহমুদা আক্তার বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্ত রেশমা আক্তার নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার হালিশহর হাউজিং এস্টেটের রেজাউল করিমের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি মিরসরাইয়ের পদুয়া হাদি ফকিরহাট এলাকায়।

আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীসহ দুদকের জালে সহকারী পুলিশ কমিশনার

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে ৭ লাখ ৮৬ হাজার ১৫৪ টাকার মিথ্যা তথ্য দেন রেশমা আক্তার। এছাড়া ২৪ লাখ ৩৭ হাজার ৮০২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক (ডিডি) মো. নাজমুচ্ছায়াদাত আলোকিত চট্টগ্রামকে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করায় রেশমা আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা তদন্তে যদি অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!