দক্ষিণে কঠিন চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ

দেশজুড়ে ভোট কাল (৭ জানুয়ারি)। সারাদেশের মতো চট্টগ্রামে থাকছে ভোটের লড়াই। তবে সবচেয়ে জমজমাট ভোটের লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে। এখানে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থীরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) দক্ষিণ চট্টগ্রামের এ পাঁচটি আসনের চারটিতেই নৌকা প্রার্থীদের চ্যালেঞ্জ জানাচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। শুধু চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে নেই কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর। বর্তমান এ সংসদ সদস্যের এলাকায় বেশ জনপ্রিয়তা রয়েছে বলে প্রচার আছে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ আসনে হেভিওয়েট কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় জাবেদের বিজয় একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুন : চট্টগ্রামে ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে আগুন

তবে জমজমাট লড়াইয়ের আশা করা হচ্ছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে। এখানে নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আসনটিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জমজমাট ভোটের লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনেও। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মু. নিজামউদ্দিন নদভীর। আসনটিতে ছেড়ে কথা বলতে রাজি নন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব। দীর্ঘদিন ধরে এ দুপ্রার্থীর প্রকাশ্যে দ্বন্দ্বে সাতকানিয়া-লোহাগাড়ার স্থানীয় রাজনীতিও দুভাগে বিভক্ত। এবার ভোটের মাঠেই প্রমাণ করতে হবে কার জনপ্রিয়তার জোর কতটা।

নানা ঘটনায় ইতোমধ্যেই দেশজুড়ে আলোচিত আসনের একটি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। এ আসনে নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ আসনেই রয়েছেন মুজিবুর রহমান ও আবদুল্লাহ কবির লিটনের মতো আওয়ামী লীগেরই দুহেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এ আসনে সুবিধাজনক অবস্থানে আছেন মুজিবুর রহমান এবং আবদুল্লাহ কবির লিটন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!