চট্টগ্রামে ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে আগুন

চট্টগ্রামে ভোট শুরুর মাত্র একদিন আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রে। চট্টগ্রাম–১১ আসনের ওই ভোটকেন্দ্রে দেওয়া আগুনে পুড়ে যায় প্রধান শিক্ষকের কার্যালয়।

৬ জানুয়ারি (শনিবার) ভোর ৫টায় নগরের বন্দর থানার ৩৮নং ওয়ার্ডের নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে কে বা কারা আগুন দিয়েছে, আগুনের সূত্রপাতই বা কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি কেউ।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং কর্মকর্তা কফিল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ ভোর ৫টায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার প্রধান শিক্ষকের কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস যায়। সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর বাকি তথ্য জানানো যাবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো. মনজুরুল কাদের মজুমদার বিভাগীয় কমিশনারের সঙ্গে নির্বাচনী ব্রিফিংয়ে আছেন জানিয়ে কল কেটে দেন।

এআইটি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!