তরমুজের দোকানে নেই মূল্যতালিকা, খেজুরও মেয়াদোত্তীর্ণ!

মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি চলছে এক দোকানে। আবার তরমুজের দুদোকানে নেই মূল্যতালিকা। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জরিমানার জালে পড়েছে নগরের এমন তিন প্রতিষ্ঠান।

বুধবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে নগরের ফলমণ্ডি ও রেলক্রসিং এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

আরও পড়ুন : চট্টগ্রামে বড় অঙ্কের জরিমানার জালে ফ্রিজিয়া ফুড

জানা যায়, মূল্যতালিকা না রাখায় তরমুজের দোকান মেসার্স ফাতেমা ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স জাহিদ ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় মেসার্স ফারিয়া ড্রাইফুট এন্ড প্যাকেজিং স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, আজকের অভিযানে দোকানে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!