চট্টগ্রামে বড় অঙ্কের জরিমানার জালে ফ্রিজিয়া ফুড

অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় জরিমানা করা হয়েছে আরও তিন প্রতিষ্ঠানকে।

সোমবার (১৮ মার্চ) সকালে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজার ও চর চাক্তাই এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ ও আনিছুর রহমান।

আরও পড়ুন : লাখ টাকার জরিমানার জালে এশিয়া ফুড বেকারি

জানা যায়, অভিযানে কাপ্তাই রাস্তার মাথা এলাকার তরমুজ বিক্রির প্রতিষ্ঠানে মূল্যতালিকা ও ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে চর চাক্তাই এলাকায় অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ এবং অননুমোদিত ক্যামিকেলে বিস্কুট তৈরি করায় ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, আজকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজার ও চর চাক্তাই এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!