বারইয়ারহাটের ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, একটিকে পরামর্শ

মিরসরাইয়ের দুটি ডায়াগনস্টিক সেন্টারের ইনডোর‌ সেবা সাময়িক বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান অক্ষুণ্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার বারইয়ারহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: রাউজানে বন্ধ হয়ে গেল ২ ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে—প্যাথলজি

বন্ধ করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- বারইয়ারহাট পৌরসভার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান অক্ষুন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, অভিযানে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আউটডোর সেবা ছাড়া বাকি সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সকল কাগজপত্র জমা দিতে সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এছাড়া কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান অক্ষুন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!