রাউজানে বন্ধ হয়ে গেল ২ ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে—প্যাথলজি

রাউজানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ জুন) বিকালে উপজেলা সদরের ফকিরহাট বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিশ দর্শী চাকমা। এসময় রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন ও রাউজান থানা পুলিশ সহায়তা করেন। 

আরও পড়ুন: মিরসরাইয়ে ৩ ডায়াগনস্টিক—ফিজিওথেরাপি সেন্টারের সঙ্গে বন্ধ চক্ষু হাসপাতালও

জানা যায়, অভিযানে রাউজান হেলথ কেয়ার, রাউজান কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারের দুটির এক্সরে বিভাগ ও প্যথলজি বিভাগ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। 

এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!