ফেনী-চট্টগ্রাম মহাসড়কের আতঙ্ক ‘ডাকাত জাবেদ’ লুকিয়ে ছিল মাদারবাড়িতে

আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম হোতা জাবেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নগরের পূর্ব মাদারবাড়ির সাহেবপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাবেদ সীতাকুণ্ড থানার বাড়ককুণ্ডের মো. বাবুল মিয়ার ছেলে।

শনিবার (১৫অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও বলেন, গুলি ছুঁড়ে পালাতে গিয়ে ধরা খেল ২ ডাকাত, পিকআপভর্তি গরুসহ অস্ত্র উদ্ধার

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সীতাকুণ্ড ও মিরসরাই থানার আশপাশের গ্রাম ও ফেনী-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছিল। জাবেদ এসব ডাকাতির অন্যতম হোতা এবং ওই এলাকাকে ত্রাসে পরিণত করেছিল। গোপন সংবাদে শুক্রবার রাত সাড়ে ১০টায় পূর্ব মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাবদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় তিনটি এবং মিরসরাই থানায় একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জানায়, ফেনী-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অভিনব উপায়ে ডাকাতি করে চট্টগ্রাম শহরে লুকিয়ে থাকত। শহরের কোনো এলাকায় দুমাসের বেশি সময় অবস্থান করতো না। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!