চট্টগ্রামে ১১ অক্টোবর থেকে করোনার টিকা পাবে উপজেলার শিশুরাও

চট্টগ্রামের ১৫ উপজেলায় টিকার আওতায় আসছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা৷ আগামী ১১ অক্টোবর থেকে উপজেলায় করোনা ভ্যাকসিন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

রোবাবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, নগরজুড়ে ইতিমধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা করোনা ভ্যাকসিনের আওতায় এসেছে৷ এখন আমরা উপজেলা পর্যায়েও শিশুদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে আগামী ১১ অক্টোবর থেকে চট্টগ্রামের ১৫ উপজেলায় শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷

আরও পড়ুন: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে শিশুরা করোনার টিকা পাচ্ছে

শিশুদের ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের একটি তালিকা পাঠানো হয়েছে।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০ লাখ ৪৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলে ৫ লাখ ৮ হাজার ৮৩৪ জন, মেয়ে ৫ লাখ ৩৬ হাজার ৪৯০ জন।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরে শুরু হয়েছিল এ কর্মসূচি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!